দেশ

মুম্বই হাইকোর্টে অন্তবর্তী জামিন নাকচ, জেলেই থাকতে হবে অর্ণব গোস্বামীকে

জামিন নাকচ অর্ণব গোস্বামীর। ২০১৮ সালে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সোমবার রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার কথা ছিল। তবে এদিন বম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর জামিনের আবেদন নাকচ করে দেনসোমবার বম্বে হাইকোর্ট অর্ণবকে নির্দেশ দেয় কোনও নিম্ন আদালতে জামিনের আবেদন করার জন্য। প্রসঙ্গত, আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি। ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার সাতসকালে অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশ। তারপর তাঁকে তুলে নিয়ে যান খাঁকি উর্দিধারীরা। এরপরই গ্রেফতার করা হয় অর্ণবকে। এ ঘটনায় ধৃত আরও ২ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে অর্ণব গোস্বামীকে। সোমবার বম্বে হাইকোর্টে অর্ণবের জামিনের আর্জির মামলার শুনানি হওয়ার কথা ছিল। ঘটনায় অপর দুই অভিযুক্তের নাম- ফিরোজ মহম্মদ শেখ ও নীতেশ সারদা।