দেশ

লাভ জেহাদের শাস্তি ৫ বছরের জেল, নয়া আইন আনছে মধ্যপ্রদেশ সরকার

কর্নাটক, হরিয়ানা আগেই ঘোষণা করেছিল আইন আনছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচার সভায় হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়ে দিলেন, খুব শিগগিরই ‘‌লাভ জিহাদ’‌ রোখার জন্য কড়া আইন আনছে চৌহান সরকার। পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দোষীর। আসন্ন বিধানসভা অধিবেশনেই লাভ জিহাদ রোখার জন্য বিল আনা হবে। রাজ্যের মন্ত্রী মিশ্রর কথায়, ভিন ধর্মের মধ্যে বিয়ে এবং বিয়ের জন্য ধর্মান্তরকরণ-এ ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা আনা হবে। মূল অভিযুক্তর পাশাপাশি যিনি এই বিয়েতে সাহায্য করবেন, তাঁকেও সমান দোষী মানা হবে। ভিন ধর্মে বিয়ে করছেন, এমন কোনও পাত্র বা পাত্রী স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে চাইলে, জেলাশাসকের কাছে আবেদন জানাতে হবে। অন্তত এক মাস আগে।