দেশ

জাতীয় স্বার্থ-বিরোধী অসাধু জোট সহ্য করবে না দেশবাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

গুপকার দল বা কাশ্মীরের আঞ্চলিক দলগুলির মহাজোট পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশনের বিরুদ্ধে টুইটারে সরব হলেন অমিত শাহ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, গুপকার জোট জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনীর হস্তক্ষেপের জন্য় দরবার করছে ৷ যা ভারতের মানুষ বেশিদিন সহ্য় করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ৷ যাকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অসাধু বিশ্ব জোট বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে কংগ্রেসের অবস্থান কী তাও জানতে চান অমিত শাহ ৷ মঙ্গলবার নিজের টুইটারে অমিত শাহ লেখেন, গুপকার জোট এবার বিশ্ব দরবারে যাচ্ছে ৷ তারা চাইছে, জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনী হস্তক্ষেপ করুক ৷ এই গুপকার জোট ভারতের তেরঙ্গাকে অসম্মান করেছে ৷ এরপরেই তিনি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মত জানতে চেয়ে প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, সোনিয়াজি ও রাহুলজি কি গুপকার দলের এই পদক্ষেপকে সমর্থন করেন ? তাঁরা তাঁদের অবস্থান দেশের কাছে স্বচ্ছ করুক ৷ অমিত শাহ এখানেই থামেননি। আরেকটি টুইট করে তিনি লেখেন, কংগ্রেস এবং গুপকার গ্য়াং জম্মু ও কাশ্মীরকে আবারও সন্ত্রাস ও অশান্তির যুগে নিয়ে যেতে চাইছে ৷ ধারা ৩৭০ বাতিল করে কেন্দ্রীয় সরকার দলিত, মহিলা ও আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দিয়েছে, কংগ্রেস এবং গুপকার জোট তা কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন শাহ ৷ আর সেই কারণেই মানুষ সব জায়গায় তাদের বর্জন করেছে ৷ এরপরেই অমিত শাহর হুংকার, জম্মু ও কাশ্মীর সবসময় ভারতের অবিচ্ছেদ্য় অঙ্গ হিসেবে থাকবে ৷ ভারতবাসী বেশিদিন জাতীয় স্বার্থ বিরোধী এমন অসাধু বিশ্ব মহাজোটকে বরদাস্ত করবে না ৷