জেলা

তৃণমূলকে কাঠগড়ায় তুলে থানা ঘেরাও কাজে এলো না, সম্পত্তি নিয়ে বিবাদের জের, বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার মা ও দাদা

 দুর্গাপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজনৈতিক রং দিতে গিয়ে ফের বেকায়দায় পড়ল বিজেপি। এই ঘটনায় বুধবার পুলিস মৃত বিজেপি কর্মী স্বরূপ শো-র(২৯) মা, দাদা ও আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। মৃতের খুড়তুতো ভাই এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিসের প্রাথমিক অনুমান, মৃতের মা সুলোচনা শো ও দাদা অরূপ শো সুপারি কিলার দিয়ে তাঁকে খুন করিয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন বলে তদন্তকারীদের ধারণা। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক কোনও কর্মসূচি না থাকায় বারবার মৃত্যু নিয়ে রাজনীতি করে বিজেপি। সেটা আবরও প্রমাণ হল। প্রসঙ্গত, স্বরূপ দুর্গাপুর-১ নম্বর ওয়ার্ডের পারুলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। চলতি মাসের ৯ তারিখ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তারপরই মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। পুলিস ময়নাতদন্তের জন্য দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে হাসাপাতালে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এমনকী ১০ তারিখ দুর্গাপুরে এসে সিবিআই তদন্তের দাবি তোলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর হাউস মোড় থেকে বিশাল মিছিল করে এসে থানা ঘেরাও করা হয়।