জেলা

মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠক নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউসে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে | তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় , ‘ ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন | উত্তরপ্রদেশ থেকে লোক আনার হুমকি দিয়েছেন | তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক | এই কেন্দ্রের সমস্ত লজে অভিযান চালিয়ে বহিরাগতদের গ্রেপ্তার করা হোক | অর্জুন সিং এসেও হুমকি দিচ্ছেন | এবিষয়ে ভারতী ঘোষ জানান , ‘ আমি যখন হুমকি ও হামলার মুখে পড়েছি তখন আমি হুমকি দিয়েছি | আমিও পর্যবেক্ষককে বলেছি সব লজে রেড করা হোক | মানুষ যাতে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে | ভোট লুট রুখতে হবে | প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে |’ কংগ্রেস , বামফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন বিশেষ পর্যবেক্ষক | পরে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন | তিনি জানান , এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে | সৱ বিষয় খতিয়ে দেখে এবারের ভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে ।