কলকাতা

করোনা আবহের মধ্যে রাজ্যের বিভিন্ন শিল্পীদের পাশে সরকার, হবে মেলাও, জানালেন মুখ্যসচিব

করোনা আবহের মধ্যে রাজ্যের বিভিন্ন শিল্পীদের উত্‍সাহিত করতে বিশেষ পরিকল্পনা নিল রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্যসচিব নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যের বিভিন্ন শিল্পী, লোকসংগীতশিল্পী, আবৃত্তিকার সহ বিভিন্ন শিল্পীরা যাতে উত্‍সাহ পান এবং যাতে তাদের সহায়তা প্রদান করা যায় সেকারণেই আমাদের এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্পীদের উত্‍সাহিত করতে হবে। সেই কারণে বন্ধ হলে ২০০ জন, খোলা জায়গায় মাঠের আয়তন বুঝে, মাস্ক পড়ে সেখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা যাবে।এই পরিপ্রেক্ষিতে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা হয়েছে তাঁদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পীদের যাতে উত্‍সাহের সঙ্গে সহায়তা প্রদান করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সঙ্গে তিনি আরও বলেন, জীবিকার পথে যাতে কোনো অন্তরায় সৃষ্টি না হয় সেটা আমাদের দেখতে হবে। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় আরো জানান, কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে বলে দেওয়া হয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। মেলা, এক্সপ্রো কিংবা প্রদর্শনীর উপর রাজ্য সরকার গুরুত্ব দিতে চায়।