দেশ

খুলল বদ্রীনাথ মন্দির, প্রথম দিনেই পুণ্যার্থীদের ঢল

বৃহস্পতিবার খুলেছে কেদারনাথ মন্দিরের দরজা। তার ঠিক একদিন পর শুক্রবার সকালে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের মূল দ্বার। প্রতিবছরের মতো রীতি মেনেই মন্দিরকে সাজানো হয়েছিল ফুলের মালায়। সাধারণ পুণ্যার্থীরা আগামী প্রায় ৬ মাস মন্দিরে শ্রীবিষ্ণুর বিগ্রহ দর্শন করতে পারবেন। এদিন সকালে রীতি মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রথমে বিগ্রহ নিয়ে আসা হয় মন্দিরে। তারপর রীতি মেনে পুজো করে সাধারণের দর্শনের জন্য খুলে যায় প্রবেশ দ্বার। প্রথম দিনেই ৭-৮ ঘণ্টার মধ্যে ১০ হাজারের ওপর পুণ্যার্থী বদ্রীনাথ দর্শন করেন। গরোয়াল হিমালয়ের ১০,০০০ ফুট উঁচুতে তৈরি হয়েছে এই মন্দির। গতকালই কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। প্রতি বছরই এই সময়েই এই দুই ধামে মন্দিরের দরজা খোলা হয়। ছমাস খোলা থাকার পর অক্টোবর–নভেম্বরে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। গতবছর ২০ নভেম্বর বন্ধ হয়েছিল মন্দিরের দরজা।  একই সঙ্গে গঙ্গোত্রী, যমুনেত্রী যাওয়ার রাস্তাও বন্ধ থাকে। বছরে ৬মাস খোলা থাকে এই চারধাম যাত্রা।