জেলা

আগামী জুনের পরও বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়ার সভায় দাঁড়িয়ে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ২০২১ সালের জুনের পরও বিনামূল্যে রেশন পাবেন আমবাঙালি। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রী বললেন, ‘জুন পর্যন্ত বিনামূল্যে রেশন বিলির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। জুনের পরও তা মিলবে। অর্থাৎ বাড়ানো হবে বিনামূল্যে রেশন বিলির সময়সীমা।’ আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘আগামীতেও আমাদের সরকারই থাকবে। তাই কোনও চিন্তা করবেন না। জুনের পরও সকলে বিনামূল্যে ডাল-ভাত খেয়ে বাঁচবেন।’ করোনা কালে কাজ হারিয়ে চরম আর্থিক সংকটে বহু মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি আমবাঙালি।করোনাকে রুখতে চলতি বছরের মার্চ থেকেই লকডাউন জারি হয়েছিল দেশে। স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা। এতে খাদ্য সংকট দেখা দিতে পারে, সে কথা চিন্তা করে আগেভাগেই কেন্দ্র ও রাজ্যের তরফে ফ্রি রেশন বিলির ব্যবস্থা করা হয়েছিল। জুনের শেষ ভাগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন দেশবাসী। এরপরই আগামী জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি রেশন দেবেন বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এখনও বিনামূল্যে রেশন পাচ্ছেন বাংলার মানুষ।