দেশ

‘‌এনডিএ সরকার পড়ে যাবে, মহাজোটে যোগ দিন’‌, নীতীশকে পরামর্শ আরজেডি-র

সোমবার বিহার রাজনীতিকে চমকে দিয়ে আরজেডি নেতা অমরনাথ গামি নীতীশকে পরামর্শ দিয়ে বলেছেন, এনডিএ সরকার বেশি দিন টিঁকবে না বিহারে। তাই নীতীশ কুমার যেন মহাজোটে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রে তৃতীয় ফ্রন্টকে নেতৃত্ব দেন। গামির অভিযোগ, যে সব আসনগুলি ছলচাতুরি করে জিতেছে এনডিএ, সেই পন্থা বিহারে সরকার ধরে রাখতে অক্ষম হবে। এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা খুবই নড়বড়ে এবং নীতীশ কুমারের সরকার খুব শিগগিরি পড়ে যাবে। তারপর আরজেডি সরকার গড়বে এবং তেজস্বী যাদব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন। প্রসঙ্গত, এবারের বিহার বিধানসভা ভোটে সর্বোচ্চ আসন জিতেছে আরজেডি। তাদের প্রাপ্ত আসন ৭৫। বাম দলগুলিও ভালো ফল করেছে। তারা জিতেছে মোট ১৬টি আসন। কিন্তু কংগ্রেস অত্যন্ত খারাপ ফল করেছে। ৭০ আসনে লড়ে জিতেছে ১৯টিতে। ফলে এনডিএ জোটের থেকে পিছিয়ে পড়ে মহাজোট। আরজেডি-র পরেই দ্বিতীয় সর্বোচ্চ আসনজয়ী দল বিজেপি। তাদের প্রাপ্ত আসন ৭৪। তারপর ৪০টি আসন জিতে তৃতীয় স্থানে রয়েছে নীতীশের জেডিইউ। কূটনৈতিক মহলের ধারণা, এভাবে সরকার পড়ে যাওয়ার কথা বলে, এনডিএ তথা নীতীশের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিয়েছে আরজেডি।