ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি চালানোর জন্য ২টি আমেরিকান ড্রোন অন্তর্ভুক্ত করল ভারতের নৌসেনা। এই দুটি ড্রোন আমেরিকান একটি সংস্থার থেকে লিসে নেওয়া। তবে চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই এই দুটিকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ব্যবহার করা হতে পারে। অ্যামেরিকায় তৈরি ড্রোনগুলি ভারত-চিন সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে নৌবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, ড্রোনগুলি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আনা হয় এবং ২১ নভেম্বর আইএনএস রজালিতে ভারতীয় নৌবাহিনী ঘাঁটিতে এগুলি ওড়ানো হয়। ড্রোনগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ৩০ ঘন্টা ধরে আকাশে ওড়ার ক্ষমতা সহ তারা নৌবাহিনীর জন্য একটি বড় সম্পদ হিসাবে প্রমাণিত হচ্ছে। সূত্র জানায়, যে সংস্থার থেকে ড্রোনগুলি লিসে নেওয়া হয়েছে সেই সংস্থা একজন অ্যামেরিকান ক্রুকেও সঙ্গে নিয়ে আসে। তিনি নৌবাহিনীকে ড্রোনগুলি পরিচালনা করতে সাহায্য করবেন। এই ড্রোনগুলি ভারতীয় রঙে উড়ছে এবং এক বছরের জন্য ভারতের কাছে থাকবে। যদিও ভারতর তিন বাহিনী অ্যামেরিকার থেকে এই ধরনের ১৮টি ড্রোন কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছে।