কলকাতা

শুভেন্দু ইস্তফা পত্র গৃহীত হওয়ার পরই দলের শীর্ষ নেতাদের ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর ইস্তফা গ্রহণের পরই তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটের বাড়িতে ডেকে পাঠালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য শীর্ষ নেতাদের । শুভেন্দু অধিকারীর হাতে থাকা দপ্তরগুলো আজই বন্টন করে দিতে পারেন মুখ্যমন্ত্রী । পরিবহন মন্ত্রীর দায়িত্ব দিতে পারেন ফিরহাদ হাকিমকে এবং সেচ মন্ত্রীর দায়িত্ব দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে । পাশাপাশি, দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এরপর শুভেন্দুকে দলে রাখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । শুভেন্দু বিজেপিতে যোগদান করলে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যাবে তা নিয়ে তা নিয়ে রণকৌশল সেরে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সূত্রে খবর, এখনও সংলাপের রাস্তা খোলা। বিকেল সাড়ে ৫টায় নিজের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। এর পাশাপাশি শুভেন্দুকে নিয়েও কথা হতে পারে।