সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খোকাবাবু’ বলে মন্তব্য করলে ফের চড়ে ভোট ময়দানের উত্তেজনার পারদ । খোকাবাবুর পাল্টা দিলীপ ঘোষকে পাগলাবাবু বলে খোঁচা তৃণমূল মহাসচিবের । সোমবার সকালে ভাইপো না বলে সাহস থাকলে তাঁর নাম ধরে অভিযোগ করুন বিজেপি নেতারা। রবিবার সাতগাছিয়ার সভা থেকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের চ্যালেঞ্জের জবাবে তাঁকে এবার ‘খোকাবাবু’ বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করে বললেন, ‘উনি কোলে চড়ে এসে সাংসদ হয়েছেন।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এ দিন দিলীপ বলেন, ‘ভাইপো বলেছে তো কী হয়েছে? আদর করে লোকে ভাইপো বলছে। দিল্লিতে তো যুবরাজকে পাপ্পু বলা হয়, সেটা বললে ভালো হবে? আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছে, এখনও কোলই আছেন। যে লোকেরা ওনার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাঁরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাতজোড় করে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকছে। আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন । মানুষ সব জানেন।’ এই মন্তব্যেরই পাল্টা তীব্র আক্রমণ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের । তাঁর কটাক্ষ, ‘দিলীপবাবু হলেন পাগলা বাবু। উনি একটা মস্তিষ্কবিকৃত লোক। এইভাবে তিনি কেন বিকৃত মানুষের পরিচয় দিচ্ছেন । উনি তো একটা রাজ্য সভাপতি। তার কাছ থেকে মানুষ মার্জিত ভাষা পছন্দ করেন। উনি যত বিকৃত ভাষায় কথা বলবেন ততই আমাদের লাভ।’ এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় যুব তৃণমূল সভাপতির সমর্থনে বলেন, ‘উনি দিনের পর দিন খারাপ কথা বলে যাবেন আর তার উত্তর যদি অভিষেক দেয়, তাহলেই মুশকিল! ওনার সাহস নেই বলেই উনি কখনও ভাইপো, কখনও খোকাবাবু বলে যাচ্ছেন। অভিষেকের সাহস আছে, তাই অভিষেক বলেছে । যা দেখছে তাই বলেছে।