কলকাতা

আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় ক্যাগ তদন্তের নির্দেশ

আমফান ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় ক্যাগ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত কতজনকে টাকা দেওয়া হয়েছে এবং কতজন টাকা পায়নি, তার পূর্ণাঙ্গ তদন্ত করে ক্যাগ-কে তিন মাসের মধ্য়ে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টকে ৷ বিচারপতি TBN রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয় ৷ চলতি বছরের 16 মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বেশ কয়েকটি জেলা । ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের 20 হাজার টাকা করে সাহায্য়ের কথা ঘোষণা করেছিল রাজ্য় সরকার ৷ তবে, অভিযোগ উঠেছিল ক্ষতিপূরণের সেই টাকা আসল ক্ষতিগ্রস্তদের বদলে শাসক দলের নেতা-কর্মীদের পকেটে ঢুকেছে ৷ সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছেন বহু মানুষ এই দাবিতে গত 3 আগস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেন কাকদ্বীপের বাসিন্দা খয়রুল আনম শেখ নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমফানে, কিন্তু তিনি কোনও ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছিলেন আদালতে ।