পাঁচ দফা সরকারের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধান সূত্রে পৌঁছানো যায়নি কৃষি আইন বিল প্রত্যাহার নিয়ে। তাই আগামীকাল ষষ্ট দফার বৈঠক আছে সরকার ও কৃষক পক্ষের । তবে তার আগেই আজকে মঙ্গলবার সন্ধ্যাতে কৃষক নেতা দের ডেকে পাঠিয়ে কথা বলতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে সন্ধ্যা ৭ টা তে এই বৈঠ শুরু হবে ।