নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল দিল্লি। ইতিমধ্যেই ২২জন কৃষক-এর মৃত্যু হয়েছে। আর এবার এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন। । পাশাপাশি কেন্দ্রকে ‘ব্রিটিশদের থেকেও খারাপ শাসক’ না হওয়ার পরামর্শ বললেন। এবার বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আসরে নামলেন। কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আর তার মধ্যেই বিতর্কিত ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করলেন আপ সুপ্রিমো এবং কেন্দ্রীয় সরকারকে সহজ প্রশ্ন ছুঁড়ে দিলেন। জানতে চাইলেন,” কুড়ি দিন হতে চলল। আর কত মানুষের মৃত্যু দেখবেন? প্রতিদিনই কৃষক মারা যাচ্ছে। কেউ প্রতিবাদ করে আত্মহত্যা করছে। কেউ প্রবল ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যাচ্ছে। তাতেও আপনাদের সিদ্ধান্ত বদল হচ্ছে না? প্যানডেমিক পরিস্থিতিতে এই আইন নিয়ে আসা কী খুব জরুরী ছিল? দেশের ইতিহাসে এই প্রথম বার এমন ঘটনা ঘটল যখন রাজ্যসভায় ভোটাভুটি না করিয়ে আইন পাশ করিয়ে নেওয়া হল। প্রতিবাদ হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে এই তিনটি আইন আমি ছিঁড়ে ফেললাম। যা পারেন করে নিন। কেন্দ্রের কাছে অনুরোধ ব্রিটিশদের পর্যায়ে নিজেদের নিয়ে যাবেন না।” এখানেই থামেননি তিনি। প্রশ্ন করেন,”কোন পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কৃষকদের বোঝাচ্ছেন তাদের জমি কেড়ে নেওয়া হবে না? কিসের ভিত্তিতে বলছেন তাদের সুবিধা হবে?” এই আইনে কৃষকদের কোন ও সুবিধা হবে না। জেনে বুঝে চোখে কাপড় না বাঁধার অনুরোধ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।