জেলা

কাল মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে

জলপাইগুড়িঃ  জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রীা। তাঁর উপস্থিতিতেই হতে চলেছে বহু প্রতীক্ষিত সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন। স্বাধীনতার পর এতবড় উপহার আগে কখনও পায়নি এই শহর। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ‍্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ তৈরির তদারকি করতে বৃহস্পতিবার সকালেই জলপাইগুড়ি শহরে চলে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি সাংবাদিকদের বলেন, ‘‌উত্তরবঙ্গ বাসীর বহু আকাঙ্ক্ষিত সার্কিট বেঞ্চ অবশেষে উদ্বোধন হতে চলেছে। মঞ্চ তৈরির কাজ শেষ পথে। জলপাইগুড়ির স্টেশন রোডে সার্কিট বেঞ্চ ভবন প্রাঙ্গণেই গড়ে তোলা হচ্ছে উদ্বোধনী মঞ্চ। ১১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে সার্কিট বেঞ্চের বিচারবিভাগীয় কাজ।’‌