বিগত সাত মাস ধরে চিনা বন্দরে আটকে তিনটি জাহাজ। তাতে বন্দি অবস্থায় রয়েছেন ক্যাপ্টেন সহ ৪৮ জন ভারতীয় কর্মী। তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্দভিয়া জানিয়েছেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা চলছে। শীঘ্রই জাহাজে আটকে থাকা ভারতীয় কর্মীদের দেশে ফিরিয়ে আনা হবে। সূত্রের খবর, চিনের তরফে জানানো হয়েছে, মূলত বাণিজ্যিক কারণেই সমস্যার সমাধান দ্রুত হচ্ছে না। ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে চিনা প্রশাসন। এছাড়া ভারতীয় নাবিকদের জল–খাবার দিয়েও সাহায্য করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সম্প্রতি জানিয়েছেন, গত ১৩ জুন থেকে চিনের জিনতাং বন্দরে একটি জাহাজ আটকে রয়েছে। তাতে ২৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন। গত ২০ সেপ্টেম্বর থেকে চীনের কাওফেইদিয়ান বন্দরে একটি জাহাজ রয়েছে, তাতে মোট ১৬ জন ভারতীয় নাগরিক আছেন।