জেলা

ছোট থাকতেই অস্ত্র ধরেছিলেন রাম, হিন্দু যুবকদের সেটাই করার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে হিন্দু জাগরণ মঞ্চের সভায় তিনি বললেন, হিন্দু যুবকদের অস্ত্র ধরতে হবে। ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে বলেও জানান দিলীপ। মেদিনীপুরে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘ভগবান রাম খুব কম বয়সে অস্ত্র হাতে তুলেছিলেন। মা-বোনেদের সম্মান রক্ষার্থে হিন্দু যুবকদের সংগঠিত হতে হবে। যদি দরকার পড়ে, অস্ত্র ধরতে হবে তার জন্য। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আমাদের ধর্ম, গৌরব এবং জীবন রক্ষার্থে অস্ত্র তুলে ধরা বেআইনি নয়। সেটাই করব আমরা। প্রতিশোধ নেব, তারপর থানায় যাব।’ বিতর্ক খাড়া করা দিলীপ ঘোষের প্রায় রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও দলের কর্মীদের উদ্দেশে একবার তৃণমূলকে জবাব দিতে সঙ্গে লাঠিসোটা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে বড় করে লেখা ছিল ‘বদলা’ শব্দটি।