অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ভারত সরকার। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য আবেদন জানিয়েছিল ভারতের কোভিশিল্ডের সহযোগী নির্মাতা সেরাম ইনস্টিটিউট। অবশেষে আবেদন খতিয়ে দেখে ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র। আমেরিকার পর ভারতই দ্বিতীয় জনবহুল দেশ যেখানে সর্বাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর এবার ভারতেও ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিল কেন্দ্র। এর আগে ব্রিটেন এবং আর্জেন্টিনার সরকার তাদের দেশে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা এই সপ্তাহে দ্বিতীয়বার এই বিষয়ে বৈঠক করেছেন।