চুক্তি-ভিত্তিক চাষ বা কর্পোরেট চাষ নিয়ে কোনও ইচ্ছাই নেই। ফলে সেই উদ্দেশ্যে পঞ্জাব বা হরিয়ানায় জমি কেনার কোনও ইচ্ছাও তাদের নেই। সোমবার একথা বিবৃতি দিয়ে জানাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড বা আরআইএল। কোম্পানি বলেছে, দেশের ১.৩ বিলিয়ন মানুষের অন্নদদাতা কৃষকদের প্রতি রিলায়েন্স যথেষ্ট শ্রদ্ধাশীল। একইসঙ্গে পঞ্জাব এবং হরিয়ানায় তাদের পরিষেবা চালু রাখতে এবং সম্পত্তি রক্ষার্থে সোমবার পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দ্বারস্থ হল কোম্পানি। এব্যাপারে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে। কোম্পানির অভিযোগ, এধরনের হামলায় তাদের কর্মীদের জীবনসংশয় দেখা দিয়েছে। কর্মীরা আতঙ্কিত। নিজেদের স্বার্থে বিক্ষোভকারীদের উস্কানি দিচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা। প্রসঙ্গত, তিন নতুন কৃষি বিলে আম্বানিদের সুবিধা দেওয়া হয়েছে। এই অভিযোগে আন্দোলনকারী কৃষকরা পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন জায়গায় কেব্ল কেটে, জিও-র টাওয়ার উপড়ে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখান। গত ডিসেম্বরে সারা পঞ্জাবে জিও-র মোট ৯০০০টি টাওয়ারের মধ্যে ১৫০০টিরও বেশি টাওয়ারে হয় ভাঙচুর চলেছে, না হলে বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া হয়েছে অথবা জেনারেটর চুরি করে নেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশও দেন।