জেলা

আজ থেকে আদ্রা ডিভিশনে আরও ২টি লোকাল ট্রেন

আজ থেকে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আরও ২টি লোকাল ট্রেন চালু হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, ৬৩৫৯৫/৬৩৫৯৬ আসানসোল-বোকারো স্টিলসিটি ও ৬৩৫৯৭/ ৬৩৫৯৮ আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। এতে আসানসোল, পুরুলিয়া জেলার মানুষের যোগাযোগের বিশেষ সুবিধা হবে। রাঁচি, বোকারো তথা ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজ হবে। জানা গিয়েছে, আদ্রা ডিভিশনে এর আগে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় আদ্রা-আসানসোল শাখায় একটি মাত্র (খড়্গপুর-আসানসোল) লোকাল ট্রেন দেওয়া হয়েছিল। শাখায় আরও লোকাল ট্রেন দেওয়ার জন্য দুই জেলার যাত্রীরা দাবি জানিয়ে আসছিলেন। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেওয়া হয়। দীর্ঘদিনের বঞ্চনার পর অবশেষে আসানসোল- আদ্রা শাখায় নতুন দু’টি লোকাল ট্রেন চলাচলের খবরে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।
মুরাডি এলাকার বাসিন্দা পার্থপ্রতিম ফৌজদার বলেন, আমাদের যে কোনও কাজের জন্য আসানসোল, বার্নপুরের উপর নির্ভর করতে হয়। করোনা পরিস্থিতিতে ন’মাস ট্রেন পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়তে হয়। আদ্রা ডিভিশনে ট্রেন পরিষেবা চালু হলেও এই শাখাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। একটি মাত্র ট্রেন দেওয়া হয়েছিল। ফলে সমস্যা থেকেই গিয়েছিল। নতুন ২টি ট্রেন চালু হলে খুবই সুবিধা হবে।