অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেক সংস্থার তৈরি কোভিড টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা। সব ঠিকঠাক চললে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ। সব রাজ্যে ড্রাই রান আগেই হয়ে গিয়েছে। প্রথমেই টিকা দেওয়া হবে চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের। এর পর একে একে টিকা পাবেন, সামনের সারি থেকে যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন। পুলিশ, পুরকর্মী, সাফাইকর্মী, নগরোন্নয়ন দপ্তরের কর্মী। এর পর পালা প্রবীণ নাগরিকদের। অগ্রাধিকারের ভিত্তিতে কাদের টিকা দেওয়া হবে, সেই ডেটাবেস তৈরি করেছে কেন্দ্র। টিকা পাওয়ার জন্য চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করতে হবে না।
বাকিরা টিকা পেতে কী করবেন?
অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হয়ে গেলে নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন।
• কোউইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে
• সরকারি সচিত্র পরিচয়পত্র বা আধার জমা করতে হবে। বায়োমেট্রিক, ওটিপি বা ডেমোগ্রাফিকের মাধ্যমে আধার অথেনটিকেশন করতে হবে
• নাম নথিভুক্ত হলে টিকা দেওয়ার তারিখ, সময় দেওয়া হবে
• টিকা নিতে গেলে সব সময় আগে থেকে আবেদন নথিভুক্ত করতে হবে
• কারা কখন পাবেন, কীভাবে টিকা পাবেন, সমস্ত খতিয়ে দেখবে জেলা প্রশাসন
টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে গেলে কী কী নথি দেখাতে হবে?
ডকুমেন্টের একটি বিস্তারিত লিস্ট তৈরি করেছে মোদি সরকার। নিম্ন লিখিত নথিগুলোর একটি দেখালেই চলবে—
• আধার
• ড্রাইভিং লাইসেন্স
• ভোটার আইডি
• প্যান কার্ড
• পাসপোর্ট
• জব কার্ড
• পেনশন ডকুমেন্ট
• হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড
• সাংসদ বা বিধায়ক আইডি কার্ড
• ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
• কেন্দ্র, রাজ্য বা সরকারি সংস্থায় নিযুক্ত হলে তার সার্ভিস আইডি কার্ড