কলকাতা

হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিকেল সওয়া পাঁচটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে হঠাত্‍ই রাজভবনে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর প্রায় এক ঘণ্টা বৈঠক করে সওয়া ৬টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তবে কী নিয়ে বৈঠক, তা নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। যদিও কেন মুখ্যমন্ত্রী রাজভবনে এভাবে হঠাত্‍ করে চলে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন মহল থেকে এই সফর নিয়ে বিভিন্নরকম বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, তবে সঠিক কারণ কী, তা এখনও অস্পষ্ট। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই আসছে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। অনেকের মতে, রাজ্য ও রাজ্যপালের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছে, তে মেটাতেই মুখ্যমন্ত্রীর এই সফর।যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া একেবারেই সৌজন্য সাক্ষাত্‍। তার বেশি কিছুই নয়। কারণ বেশ কিছুদিন ধরেই কার্যত রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের কোনও কথা নেই। এই পরিস্থিতিতে তেন এই বৈঠক তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল।