বিজ্ঞান-প্রযুক্তি

শর্ত না মানলে পরের মাসেই বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

নতুন বছর পড়তেই নয়া পলিসি এনেছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে গেলে বিনা শর্তেই সেই প্রাইভেসি পলিসি ইউজারদের মেনে নিতে হবে। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও, জানা গিয়েছে পলিসি ‘অ্যাক্সেপ্ট’ না করলে নিস্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। মঙ্গলবার গভীর রাত থেকে গ্রাহকদের এই বিষয়ে নোটিফিকেশনও পাঠাতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এই মেসেজিং অ্যাপের ব্যবহারকারীদের অ্যাপে একটি নোটিফিকেশন আসে। তাতে বলা হয়, হোয়াটসঅ্যাপ তাঁদের প্রাইভেসি পলিসি বদলাচ্ছে। এতদিন যে কোনও আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই ‘নট নাও’-র অপশন পাওয়া যেত। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারতেন। সেক্ষেত্রে পুরোনো ছন্দেই চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে। এদিনের নয়া পলিসিতে কোনও নট নাও অপশন থাকছে না। যদিও ৮ ফেব্রুয়ারি অবধি এই পলিসি মেনে নেওয়ার সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নীতি না মানলে নিষ্ক্রিয় হয়ে যাবে মেসেজিং অ্যাপটি। এই প্রাইভেসি পলিসিতে ব্যবহারকরীরা হোয়াটসঅ্যাপে, যা কনটেন্ট আপলোড, সাবমিট, স্টোর, সেন্ড বা রিসিভ করবেন সেগুলিকে ব্যবহার, রিপ্রডিউস আর ডিসপ্লে করার জন্য গোটা বিশ্বে নন-এক্সক্লুসিভ, রয়্যেলটি ফ্রি, ট্রান্সফারেবেল লাইসেন্স দেওয়া হচ্ছে। পাশাপাশি, একাধিক নতুন পরিষেবাও দেবে এই মেসেজিং অ্যাপ। যেমন- ব্যবহারকারীর ফরোয়ার্ড করা কোনও ছবি বা মেসেজ নিজেদের সার্ভারে সুরক্ষিত রাখবে তাঁরা। যাতে পরবর্তী সময় প্রয়োজনে তা ব্যবহার করা যায়। এমনকী, হোয়াটসঅ্যাপ পেমেন্টের ক্ষেত্রেও নতুন সুবিধা মিলবে।