দেশ

‘৬০ জন কৃষক (‌অন্নদাতা)‌-র শহিদ হওয়া দেশকে লজ্জায় ফেলে না’, মোদি সরকারকে তোপ রাহুলের

কেন্দ্রের নতুন ৩টি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। কৃষকরা নিজেদের দাবিতে অনড় । দিল্লির সীমান্তে নভেম্বর মাস থেকে শুরু হয় কৃষকদের আন্দোলন। এরই মধ্যে ৬০জন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। এবার এই নিয়ে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কৃষকরা জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাঁরা রাজধানীতে ট্রাক্টর মিছিল করবেন। গত ৭ জানুয়ারি এই মিছিলের মহড়াও দিয়েছেন কৃষকরা। এই মিছিল নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি পুলিশ। এমনকি সুপ্রিম কোর্টের কাছে কৃষক আন্দোলম নিয়ে দায়ের করা মামলায় দিল্লি পুলিশ জানায়, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের এই ট্রাক্টর মিছিল অস্বস্তি তৈরি করবে। এই বিষয়টিকে কেন্দ্র করেই কেন্দ্র ও দিল্লি পুলিশকে একহাত নিয়েছেন রাহুল। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিল দেশের কাছে অস্বস্তি তৈরি করবে। এর পরেই কংগ্রেস টুইটারে রাহুল লিখলেন, ‘‌৬০ জন কৃষক (‌অন্নদাতা)‌-র শহিদ হওয়া দেশকে লজ্জায় ফেলে না। কিন্তু কৃষকদের ট্রাক্টর মিছিল করে।’‌ ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের সঙ্গে দফায় দফায় আলোচনা ভেস্তে গেছে। গত প্রায় দেড় মাসে চরম ঠান্ডায়, নয়তো আত্মহত্যা করে মারা গেছেন অন্তত ৬০ জন কৃষক। কেন্দ্র যদিও অনড়, আইন তুলবে না। অনড় কৃষকরাও। নিজেদের দাবি থেকে নড়বেন না, জানিয়ে দিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন, ২৬ জানুয়ারি রাজধানীর পথে ট্রাক্টর মিছিল করবেন। সেজন্য ইতিমধ্যে হরিয়ানা, পাঞ্জাব থেকে ট্রাক্টরে এপে রওনা হয়েছেন হাজার হাজার কৃষক। পুলিশের আশঙ্কা, মিছিল হলে স্তব্ধ হয়ে যাবে দিল্লি। প্রথম থেকেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।