কলকাতা

গঙ্গাসাগরে শর্তসাপেক্ষে স্নানে সম্মতি, ই-স্নানে জোর কলকাতা হাইকোর্টের

অবশেষে গঙ্গাসাগরে শর্তসাপেক্ষে পুণ্যস্নানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে রাজ্যকে ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ । পাশাপাশি যাঁরা ই-স্নান করবেন রাজ্যকে তাঁদের উৎসাহ দিতে উপহার দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট ৷ গত ৮ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গঙ্গাসাগর মেলায় সচেতনতামূলক প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছিল । পাশাপাশি যাঁরা পুণ্যস্নান করবেন সেই পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য কী ব‍্যবস্থা নিচ্ছে তা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে জানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু, দুপুরে মামলার শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল আদালতকে কোনও লিখিত হলফনামা দিতে পারেননি ৷ এরপর মামলার শুনানি শুরু হয় বেলা চারটের সময় । তখন রাজ্যের তরফে লিখিত হলফনামায় রাজ্যের স্বাস্থ্যসচিব অজয় কুমার চক্রবর্তী জানান, গঙ্গাসাগরের জল যেহেতু স্যালাইন ওয়াটার, স্থির নয়, তাই পুণ্যার্থীরা স্নান করলে এর থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম । তা সত্ত্বেও দূরত্ব বজায় রেখে পুণ্যার্থীদের স্নান করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাছাড়া এ-বছর মেলায় পুণ্যার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম ৷ অন্য বছর যেখানে ৩০ থেকে ৪০ লাখ লোক মেলায় আসেন, সেখানে এ-বছর সব মিলিয়ে সাড়ে ১২ লক্ষ লোকের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজ্য প্রত্যেক পুণ্যার্থীর জন্য মাস্কের ব্যবস্থা করেছে, একথাও জানান রাজ্যের স্বাস্থ্যসচিব ।