দেশ

আগামী ৩ ফেব্রুয়ারি দেশজুড়ে বিদ্যুৎক্ষেত্রে ধর্মঘটের ডাক

দেশজুড়ে কৃষক আন্দোলনের মধ্যে মোদি সরকারকে নতুন সমস্যার মুখে ঠেলে দিতে চলেছে বিদ্যুৎক্ষেত্রের অবিজেপি শ্রমিক-কর্মচারী সংগঠনগুলি। আগামী ৩ ফেব্রুয়ারি এই সংগঠনগুলির যৌথ মঞ্চ ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দেশজুড়ে বিদ্যুৎক্ষেত্রে ধর্মঘট ডাকল। মোদি সরকারের বহু বিতর্কিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি তাদের এই কর্মসূচির অন্যতম অঙ্গ। সঙ্গে সহমর্মিতার কারণে কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিলের দাবিকেও তারা অগ্রাধিকারের মধ্যে রেখেছে। ৩ তারিখের ধর্মঘটের ব্যাপারে মঞ্চের তরফে শনিবার মোদির পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী ও শ্রমমন্ত্রীকেও চিঠি পাঠানো হয়েছে। বিধি মেনে ধর্মঘটের আনুষ্ঠানিক নোটিস আগামী সপ্তাহেই বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন সংস্থাগুলিকে তারা দেবে বলে ঠিক করেছে। যৌথ মঞ্চের একটি সূত্রে এখবর পাওয়া গিয়েছে। বিদ্যুৎ বিল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রম কোড ও আর্থিক নীতির বিরুদ্ধে মঞ্চ গত কয়েক মাস ধরে তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়েছে।