সম্প্রতি রেলে রাত্রিকালীন বিশেষ ভাতা তুলে নিয়েছে রেল। এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্টেশনমাস্টাররা। বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ হয়। কর্মসূচিতে সামিল হন হাওড়া মণ্ডলের বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টাররা। হাওড়া স্টেশন ছাড়াও এদিন সকাল থেকে রেলের দফতরগুলির সামনে জমায়েত হন স্টেশন মাস্টারেরা। হাতে সংগঠনের প্ল্যাকার্ড। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি তোলেন তাঁরা। এছাড়া মালদা ডি আরএম ভবনের সামনে আন্দোলনে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও। তাঁদের দাবি, করোনা আবহে ফ্রন্ট লাইনে কাজ করে তারা ভারতীয় রেলকে চালু রেখেছিলেন। করোনার সময়ে অনেকেই ডিউটি করে করোনা আক্রান্ত হন। অথচ তাদের বিভিন্ন দাবি-দাওয়া এখনো পূরণ করা হয়নি। স্টেশন মাস্টারদের প্রচুর কাজের চাপ ফলে বিশ্রাম নেওয়ার সময়ও পাওয়া যায় না প্রভাব পড়ে কাজের উপরে। নিজেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে তাঁদের এই পদক্ষেপ।