বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ। পায়ে হেঁটে নিজেই হাসপাতালে ঢুকলেন সৌরভ। ২০ দিনের মাথায় ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যাথা অনুভূত হওয়ায় বুধবার দুপুরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গ্রিন করিডোর করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পায়ে হেঁটেই ঢোকেন সৌরভ। ক্যাথ ল্যাবে রয়েছেন সৌরভ। বিসিসিআই সভাপতিকে দেখছেন ৩ চিকিত্সক। পরিবার সূত্রে খবর, গতকাল রাত থেকেই সামান্য অস্বস্তি বোধ হচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সকাল হতেই ফের বুকে ব্যথা অনুভূত হওয়ায় তড়িঘড়ি মুকুন্দপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। আর এদিন সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে সশরীরে হাজির হন বিধায়ক বৈশালী ডালমিয়া। সৌরভের শারীরিক অসুস্থতার খোঁজ নিতেই এদিন অ্যাপোল ছুটে আসেন বালির বিধায়ক বৈশালী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। তবে ভারতীয় ক্রিকেটের মহারাজের অসুস্থতার খবর ছড়াতে বেশি সময় লাগেনি। প্রথম সারির বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় খবর পেয়েই ট্যুইট করে উদ্বেগ জানান। লেখেন, শ্রী সৌরভ গাঙ্গুলির আবার অসুস্থ হওয়ার খবর উদ্বেগজনক। যতটা খবর পেয়েছি, ওঁর বুকে ব্যথা হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, দ্রুত উনি সুস্থ হোন, ভারতীয় ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যান। শুধু কৈলাশ বিজয়বর্গীয় নয়, সৌরভের ফের অসুস্থতার খবরে উদ্বিগ্ন খোদ কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সৌরভের অসুস্থতার খবর কানে যেতেই কৈলাশ বিজয়বর্গীয়কে ফোন করেন অমিত শাহ। সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। যে কোনও দরকারে সাহায্য করার বার্তা দেন তিনি। আগেও একই ভাবে সৌরভকে সবরকম সাহায্য করার বার্তা দিয়েছিলেন অমিট শাহ।