সোমবার বাজেট পেশ, তার আগে দেশের এই মুহুর্তের সবচেয়ে বড় সমস্যা কৃষক আন্দোলনের সমাধান খুঁজতে এদিন সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন এই বিষয়টি নিয়ে। কৃষকদের দাবি এবং সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান ও চেষ্টা করারও আশ্বাস দেন মোদী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। সোমবার নির্ধারিত বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের তরফে এই প্রথাগত সর্বদলীয় বৈঠকে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এও জানান যে তিনটি নতুন কৃষি আইন আপাতত স্থগিত রাখার প্রস্তাব এখনও বহাল রয়েছে। ভার্চুয়াল বৈঠকে সব দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের ফোন কলের অপেক্ষায় ছিলেন। এ মাসের শুরুর দিকে কৃষক নেতাদের কাছে এই বিষয়টি জানানো হয়েছিল।