আগামী ৭ ফেব্রুয়ারি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার থেকে আইওসি, বিপিসিএল সহ একাধিক তেল সংস্থায় তার প্রস্তুতি শুরু হল। এদিন দুপুরে বিভিন্ন শিল্প সংস্থার কর্তারা জরুরি মিটিংয়ে বসেছেন। প্রধানমন্ত্রী আসার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দুপুরে হলদিয়ায় আসছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বিভিন্ন সরকারি তেল সংস্থা ও বন্দর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর, বন্দরের ডেপুটি চেয়ারম্যান, ইনল্যান্ড ওয়াটারওয়েজের কর্তারা উপস্থিত থাকবেন। হলদিয়া বন্দর ও আইওসি সূত্রে এই খবর জানা গিয়েছে। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস জানান, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে হলদিয়ায় এসে কয়েকটি প্রকল্পের সূচনা করবেন। এই অনুষ্ঠান টাউনশিপে বন্দরের হেলিপ্যাড ময়দানে হবে বলে আপাতত ঠিক করা হয়েছে। পেট্রলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হলদিয়ায় এসে আইওসির পরিবেশবান্ধব জ্বালানি পেট্রল তৈরির প্রকল্প বিএস সিক্স, ভারত পেট্রলিয়ামের ইমপোর্ট এলপিজি টার্মিনাল, ইনল্যান্ড ওয়াটারওয়েজের বারাণসী-হলদিয়া নদীতে পণ্য পরিবহণের জন্য মাল্টিমোডাল হাব জেটি, উড়ালপুলের সূচনা করবেন।