দেশ

জল্পনার অবসান, অমিত শাহের বাড়িতেই বিজেপিতে যোগদান সম্পন্ন হল রাজীব-বৈশাখী-প্রবীরদের

নয়াদিল্লিঃ অবশেষে জল্পনার ইতি হল ৷ অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও । তাঁদের গেরুয়া উত্তরীয় দিয়ে বরণ করেন শাহ। পরে রাজীব সাংবাদিকদের বলেন,’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় ডেকেছিলেন। উনি বারবার বলেছেন, আগামিকালের যোগদান গুরুত্বপূর্ণ ছিল। নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত। সম্মানিত। কৃতজ্ঞতা জানাচ্ছি।’ রাজীব কথায়, ‘কেন্দ্রের সহযোগিতা না পেলে রাজ্যের সার্বিক উন্নয়ন হয় না। আমি যেটা বারবার করে বলেছি, কেন্দ্র-রাজ্য ঝগড়ার জন্য উন্নয়ন স্তব্ধ হয়েছে। আইনশৃঙ্খলা ও জীবনযাত্রার মানোন্নয়ন দরকার। সাধারণ মানুষের উন্নয়নই অগ্রাধিকার।’রাত পেরোলেই ঝাঁপিয়ে পড়ে পূর্ণ উদ্যমে কাজ করতে চাইছেন রাজীব, বৈশালী, প্রবীররা। যাতে কাজের জন্য দল ছাড়া, এই তত্ত্বটি মান্যতা পায়।