দেশ

বিমায় বিদেশি লগ্নি বেড়ে ৭৪%, পেট্রল‌-ডিজেলের ওপর সেস চাপাল কেন্দ্র

অর্থনীতির হাল ফেরাতে মোদি সরকারের ভরসা সেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। সোমবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিমা ক্ষেত্রে সরকার এবার ৭৪% পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করতে দেবে। এর ফলে সংশোধন করতে হবে ১৯৩৮ সালের বিমা নীতিকে। পুরোনো নীতিতে ২৯% বেশি প্রত্যক্ষ বিদেশি মালিকানার কোনো রকম সুযোগ ছিলনা বিমা ক্ষেত্রে। এ দিন বাজেট ভাষণে সীতারামন জানান, ‘‌বিমাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। বিদেশি মালিকানা ও সুরক্ষাকবচ মেনে নিয়ন্ত্রণেও অনুমোদন দেওয়া হবে। নতুন কাঠামোয় সংস্থার বোর্ডে অধিকাংশ পরিচালক ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারতের বাসিন্দা হতে হবে। অন্তত ৫০%‌ পরিচালক হবেন স্বাধীন। লাভের একটা নির্দিষ্ট অংশ সাধারণ তহবিলে রাখতে হবে।’‌  অন্যদিকে পেট্রল‌–ডিজেলের ওপর সেস চাপিয়ে দিল কেন্দ্র। পেট্রলে লিটার প্রতি ২.‌৫০ টাকা এবং ডিজেলে ৪ টাকা সেস চাপানো হয়েছে। যদিও কেন্দ্রের বক্তব্য, সেস চাপানো হলেও জ্বালানির দাম বাড়বে না। বিগত বেশ কয়েকদিন ধরেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, জ্বালানির দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্র। কিন্তু হল উল্টোটা। পেট্রোল–ডিজেল সহ কয়েকটি পণ্যের ওপরে কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) সেস চাপানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ যদিও তাঁর আশ্বাস, ‘‌এই সেস চাপালেও সাধারণ মানুষের উপরে যাতে অতিরিক্ত বোঝা না চাপে, সেটা আমরা খেয়াল রাখছি৷’ বিশেষজ্ঞদের বক্তব্য, শূন্য ভাঁড়ার নিয়ে বেশ চিন্তিত কেন্দ্র। রাজকোষ ঘাটতি সামাল দিতে পেট্রল–ডিজেলের সেস বাড়িয়ে সেখান থেকে টাকা তুলে আনতে চাইছে কেন্দ্র।