জেলা

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট: মুখ্যমন্ত্রী

সোমবার উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মমতা। সেখান থেকেই বাজেট নিয়ে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন, “ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।” সোমবার এই ভাষাতেই কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে এই বাজেটে। মমতা বলেন, বাজেটে দাম কমলেও এই সব দ্রব্যের দাম আবারও বাড়বে। এর সঙ্গে জ্বালানির ওপর সেস বসেছে। সেই কথা উল্লেখ করে তিনি বলেন, এই সেসের টাকা দিয়েই সাধারণ মানুষকে শেষ করে দেবে বিজেপি সরকার।  ‘কেন্দ্রের কারও চাকরি সুরক্ষিত নয়। কারণ সব বিক্রি করে দিচ্ছে। রেল, সেল, বিএসএনএল, কোল সব বিক্রি’ বললেন মমতা। বঙ্গে সড়ক বানানো নিয়ে যে টাকা বরাদ্দ হয়েছে সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে আগে থাকতেই সব কিছু করে ফেলেছে তাঁর সরকার। বিজেপি এসে নতুন করে কি করবে ? এরপর রাজীব বৈশালীদের চাটার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা তুলে মমতা বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের দেওয়ার বেলায় নেই। আর যারা কোটি কোটি টাকা চুরি করেছে, তাঁদের বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। কত সুন্দর!’