নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ৩ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁরা হলেন, অতিরিক্ত সিইও শৈবাল বর্মন, যুগ্ম সিইও অনামিকা মজুমদার এবং ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্য। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে কখনও কোনও অফিসারকে সরানো হয়নি। এদিন দিল্লি থেকে সিইও অফিস এবং রাজ্য সরকারকে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। শৈবাল বর্মন সাধারণত এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন-শৃঙ্খলা দেখতেন। অনামিকা মজুমদার দেখতেন ইভিএম এবং ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব। অমিত জ্যোতি ভট্টাচার্য দেখতেন মিডিয়া সেল এবং ভোটের প্রচার সংক্রান্ত সমস্ত কাজকর্ম। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা এই ৩ আধিকারিকের মধ্যে একজন আইএএস অফিসার অপর দুজন ডব্লু বিসিএস অফিসার। এঁদের সরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।