দেশ

নয়া ২টি মেট্রো প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এদিন বাজেটে নতুন ২টি মেট্রো প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটির নাম হল ‘মেট্রো লাইট’। আরেকটির নাম ‘মেট্রো নিও’। তিনি বলেন, ‘তিন কোচের লাইট মেট্রো দিল্লির রাস্তায় চলবে। পাশাপাশি নিও মেট্রো চলবে সেই সব শহরে যেখানে জনসংখ্যা ২০ লাখের বেশি।’ বাজেট পেশ করতে গিয়ে তিনি বলেন, ‘সারা দেশে মেট্রো রেলে যাতায়াতের ওপর নজর দেওয়া হবে। দেশে মোট ৭০২ কিলোমিটার রাস্তা মেট্রো রেলের যাতায়াতের মধ্যে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত রয়েছে। আরও ১৬০০ কিলোমিটার রাস্তা ও ২৭টি শহরে মেট্রো প্রকল্প তৈরি হচ্ছে। বেঙ্গালুরুতে মেট্রো যাতায়াতের জন্য ১৪৭৮৮ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ে মেট্রো ফেজ -২ এর জন্য ৬২ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে।’ এছাড়াও নাসিক, নাগপুরেও মেট্রো প্রকল্পে জোর দেওয়া হয়েছে।