কলকাতা

স্বাস্থ্য বিধি মেনে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ফের স্কুল খোলার ভাবনা রাজ্যের, জানালেন শিক্ষামন্ত্রী

করোনা জেরে প্রায় ১০ মাসের উপর বন্ধ স্কুল। পরে অনলাইনে পঠন-পাঠন চালু হলেও স্কুল খোলেনি। এই পরিস্থিতিতে স্কুল খুলে পঠন-পাঠন কবে স্বাভিক হবে তাই বড় প্রশ্ন ছিল! কিন্তু আজই স্কুল খোলার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে চালু হতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই শুরু হবে স্কুলের পঠনপাঠন ৷ তিনি জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে পারে। স্বাস্থ্য বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। তবে, অষ্টম শ্রেণি পর্যন্ত এখনই চালুর কোনও ভাবনা সরকারের নেই বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে কলেজ খোলা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ৷