কলকাতা

তদন্তের জন্য সুদীপ্ত সেনের চিঠি তুলে দেওয়া হল সিবিআইকে

জেলবন্দি সারদার কর্ণধার সুদীপ্ত সেনের লেখা চিঠি তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তুলে দিলেন বিচারক। গত ১৯ ডিসেম্বর প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কারা দফতর মারফত সুদীপ্ত কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি ১৮ পাতার চিঠি জমা দিয়েছিলেন। সারদার আমানতকারীদের কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকা কী ভাবে লুট হয়েছে, তা ওই চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ্ত। বিরোধী দলের বেশ কয়েক জন বড় বড় নেতা ও তাঁর সংস্থার কয়েক জন আধিকারিক কী ভাবে ওই টাকা নিয়েছেন, ওই চিঠিতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন সুদীপ্ত। ওই চিঠি প্রাপ্তি স্বীকার করার পরে মামলার কেস-রেকর্ডে তা নথিভুক্ত করেছিলেন বিচারক। আজ ওই চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিয়ে বিচারক দীপাঞ্জন সেন তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই চিঠিতে সুদীপ্ত সেন উল্লেখ করেছেন, সারদা চিটফান্ডের ব্য়বসা চালানোর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে। সেখানে তিনি লিখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা দেওয়া হয়েছে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুদীপ্ত সেনের অভিযোগের তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও। অধীর চৌধুরি নাকি ৬ কোটি টাকা নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ্ত। একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে কত টাকা দিয়েছেন তা মনে করতে না পারলেও, মোটা অঙ্কের টাকাই তাঁকে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। এই চিঠিতে স্বাক্ষরও রয়েছে সুদীপ্ত সেনের।

This image has an empty alt attribute; its file name is 11sup.jpg