দেশ

জুলাইয়ের মধ্যেই নাগরিকত্ব বিধি চূড়ান্ত, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নাকি কথা দিয়েছেন, মতুয়া সমাজের সমাবেশে তিনি আসবেনই। দিল্লিতে বিস্ফোরণের জেরে গত শনিবার তাঁর সভা বাতিল হওয়ার পর এ ব্যাপারে স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুরকে ফোনে আশ্বাসও দিয়েছেন তিনি। তার আগে আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, ৯ জুলাইয়ের মধ্যে নাগরিকত্ব বিধি চূড়ান্ত করে ফেলবে সরকার। তাহলে বাংলার ভোটের জন্যই কি সিএএ কার্যকরে সময়সীমা বাড়ল? এখন এই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, আসামে এনআরসি লাগু করা নিয়ে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। অসমে এনআরসি নিয়ে তীব্র অসন্তোষ দানা বাঁধে। এই প্রেক্ষিতে গোটা দেশে এনআরসি করার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না শাসকদল, অন্তত এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে সংশোধিত নাগরিগত্ব আইন ও এনআরসি ঘিরে সরগরম হয়েছে বাংলার রাজনীতি। সিএএ-এনআরসি ইস্যুর তীব্র বিরোধিতা করে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, সামনেই বিধানসভা নির্বাচন বাংলায়। যে নির্বাচনকে পাখির চোখ করেছে কেন্দ্রের শাসকদল। এই প্রেক্ষিতে এনআরসি নিয়ে শাসকদল ঝুঁকি নিতে চাইছে না বলেই ধারণা বিশ্লেষকদের একাংশের।