জেলা

পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পাঠাতে পারেন না, ভ্রষ্টাচারীদের জন্য চাটার্ড বিমান আসছে: মুখ্যমন্ত্রী

‘টাকা দিয়ে নয়, কাজ করলেই টিকিট পাবেন, যাঁরা লোভী ও ভোগী তাঁরা বিজেপিতে চলে গিয়েছেন’

পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পাঠাতে পারেন না, ভ্রষ্টাচারীদের জন্য চাটার্ড বিমান আসছে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। আলিপুরদুয়ারের সভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রাক-নির্বাচনী কর্মীসভায় ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ”যাঁরা লোভী ও ভোগী তাঁরা বিজেপিতে চলে গিয়েছেন। এরকম যাঁরা আছেন তাঁদের জন্য রাস্তা খোলা। তৃণমূল মা মাটি মানুষের দল, এখানে লোভের জায়গা নেই। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। কোনও লবিও করতে হয় না। যে ভালো কাজ করবে, দল তাকে খুঁজে নেবে। তৃণমূলে নেতারা দলের নেতা নন, বুথ কর্মীরা দলের নেতা। তাঁরাই নেতাদের পরিচালিত করেন। তাঁরাই মানুষের কাছে পৌঁছান। নেতাদের বড় ছাতা তৃণমূল কর্মীরা।” মমতা বন্দ্যোপাধ্যায়  আলিপুরদুয়ারের সভা থেকে এদিন তোপ দেগে বলেন,  “ওরা দেশ, জনজাতি বেচে দেবে। জাতপাতে ঝগড়া লাগিয়ে দেবে। ভ্রষ্টাচারীরা প্লেনে যায় আর পরিযায়ী শ্রমিকরা ট্রেনভাড়া পায় না।” ভ্রষ্টাচারী বলতে যে বিজেপির রাম-লক্ষণ তথা শুভেন্দু রাজীবের কথাই বলা হচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকল না পরেন মন্তব্যেই। আত্মবিশ্বাসী মমতা বললেন, “বিজেপিতে যারা যেতে চান যেতে পারেন। ভোগীদের যাওয়ার পথ খোলা।” মমতার কথায়, বিজেপি লোভে, ভোগে ভরে গেছে। দলটা দাঙ্গা করে করে পচে গিয়েছে। ১৫ লক্ষ টাকা দেওয়ার নামে প্রতারণা করেছে বিজেপি, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন,  “আমাদের বাঙালি অবাঙালি কিছু নেই। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই। গুজরাট বাংলা শাসন করবে না। বাঙালির হাতেই থাকবে বাংলার হ্রাস।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতায় এলে, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় শিক্ষা তারাই দেবেন। মমতা এদিন বিজেপির সোনার বাংলা প্রকল্পকে কটাক্ষ করে বলেন সোনার বাংলা চাই না, চাই রুটি কাপড় ঘর। তিনি আরও একবার পাহাড়ের চা শিল্পের সঙ্গে জড়িত মানুষদের বার্তা দিয়ে বলেন, ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছি চা সুন্দরী পরিকল্পনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, বিধানসভা নির্বাচন হয়ে যাক, বুঝে যাবেন, তৃণমূলের আসন দখল অত সোজা নয়। সারাজীবন লড়েছি, আরও লড়ব। বিজেপিকে আসন দখল করতে দেবো না।  বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ বিরোধী, কৃষক বিরোধী বাজেট করেছে কেন্দ্র। কেরোসিনের ভর্তুকিটুকুও তুলে দিয়েছ। পেট্রোল জিডেলে সেস লাগিয়ে দিয়েছে। পরিবহণ বাজেট প্রসঙ্গ টেনে মমতা বললেন, “বাংলায় ৮৫ হাজার কিমি রাস্তা করেছি। এখন বলছে ৬৫০ কিমি রাস্তা করবে।” নাম না করে  মোদিকে বললেন, “আপনি আসুন একটু হাঁটি হাঁটি পা পা করে যান।” তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি। টিপ্পনির সুরেই তিনি বললেন, বিজেপি টাকা দিলে নিয়ে নিন। কিন্তু ভোট দেবেন না। উন্নয়ন পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমরা চাই উন্নয়ন ওরা চায় বিসর্জন। তিনি বলেন, সারা ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আমাদের বেকারত্ব কমেছে চল্লিশ শতাংশ।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/177531113719896