দেশ

কৃষি আইন বিরোধিতায় উত্তাল রাজ্যসভা, সাসপেন্ড ৩ আপ সাংসদ

কৃষি আইন নিয়ে অধিবেশনের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাসপেন্ড করলেন তিন আপ সাংসদ সঞ্জয় সিং, এনডি গুপ্ত, সুশীল গুপ্তকে। এদিন সকাল নটায় রাজ্যসভা‌য় অধিবেশন শুরু হয়। গত দুদিনের মতোই বিরোধী সাংসদরা কৃষি আইনের বিরোধিতায় স্লোগান দিতে শুরু করেন। বেঙ্কাইয়া নাইডু তাঁদের সতর্ক করে চেয়ারে ফিরে যেতে বললেও কাজ হয়নি। আম আদমি পার্টির তিন সাংসদ এই সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সঞ্জয় সিং, এনডি গুপ্ত, সুশীল গুপ্তকে এই সময় নাম ধরেই বেরিয়ে যেতে বলেন নাইডু। পাঁচ মিনিটের জন্য সভা মুলতুবি হয়। ফের সভা শুরু হতে দেখা যায় সঞ্জয় সিং-রা রাজ্যসভা ত্যাগ করেননি। চেয়ারম্যান মার্শাল ডেকে তাঁদের বের করে দিতে বলেন। তবে আগামী দুদিনের এই আলোচনায় থাকছে না কোনো প্রশ্নোত্তর পর্ব। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই কৃষি আইন কোনও মতেই বাতিল করা হবে না।