কলকাতা

আপাতত রাজ্যে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, চালু থাকছে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

এখনই সশরীরে ক্লাস হবে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে

আপাতত রাজ্যে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, অনলাইন ক্লাসই চালু থাকছে, বুধবার একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, অভিভাবকদের আবেদনের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে রাজ্য। তবে বুধবার শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে। অনলাইন ক্লাসেই পড়াশোনা চলবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকার। অর্থাৎ এখনই রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে সশরীরে উপস্থিত থেকে ক্লাস শুরু হচ্ছে না ৷ মার্চ মাসে অনলাইনের মাধ্যমেই বিজোড় সেমেস্টার অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে ৷ তবে জোড় সেমেস্টার শুরুর আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস নিয়ে পুনরায় বৈঠকে বসবে উচ্চশিক্ষা সংসদ ৷ আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, “রাজ‍্যের অধীনস্থ সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতামতের সঙ্গে সহমত পোষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। ১২ ফেব্রুয়ারি থেকে নবম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হবে‌। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের ঘোষণার পরে সংশ্লিষ্ট মহল আশা করেছিল, আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বৈঠকে সিদ্ধান্ত হলেও তা ক‍্যাম্পাস খোলার পক্ষে নয়। উচ্চশিক্ষা সংসদের নতুন ভবন আসন্নে রাজ‍্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আজ দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় করোনা পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ‍্য সুনিশ্চিত করে কী করে পঠন-পাঠন এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে। উপাচার্যরা যে প্রস্তাবগুলি আমাদের কাছে দিয়েছে সেগুলি আমরা গ্রহণ করেছি। উপাচার্যরা সিদ্ধান্ত নিয়েছেন, অড সেমেস্টার যেগুলি এখন চলছে সেগুলি অনলাইনেই হবে। তা শেষ হয়ে যাবে 31 মার্চের মধ্যে। উপাচার্যরা চাইছেন না হস্টেল খোলা হোক। তাঁরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁরা হস্টেল খুলতে পারবেন না। আমরা তাঁদের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছি। তবে, রিসার্চ স্কলারদের জন্য কেস টু কেস ভিত্তিতে প্র‍্যাকটিক‍্যালের সুযোগ-সুবিধা তাঁরা দেবেন।” বিজোড় সেমেস্টার অর্থাৎ স্নাতকের প্রথম, তৃতীয়, পঞ্চম, স্নাতকোত্তরের প্রথম, তৃতীয় এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমেস্টারের পরীক্ষা আজকের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনেই হবে। উপাচার্যরা জানাচ্ছেন, যেভাবে করোনা পরিস্থিতিতে অনলাইনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়েছিলেন সেই পদ্ধতিতেই নেবেন অড সেমেস্টারের পরীক্ষা। খুলবে না হস্টেল। তাই এখনই সশরীরে ক্লাসও চালু করা হবে না। তবে, মার্চে অড সেমেস্টার শেষ হওয়ার পর ইভেন সেমেস্টার শুরুর আগে পুনরায় আলোচনা করে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব‍্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে‌। এপ্রসঙ্গে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর বলেন, “আমাদের শুধু ল‍্যাবরেটরি খোলা হচ্ছে‌। রিসার্চ স্কলার যাঁরা পিএইচডি করছেন তাঁদের কেস টু কেস ভিত্তিতে অনুমতি দেওয়া হবে তা ব‍্যবহার করার। আর মার্চ মাসের পরেই নতুন সেমেস্টার অর্থাৎ ইভেন সেমেস্টার শুরু হবে। তার আগে আবার পরিস্থিতির পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।” কিন্তু, যেখানে ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে যাচ্ছে, সেখানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ক‍্যাম্পাস খোলা কি যেত না ? দীপক কর বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এলাকা বিশাল। জেলা, রাজ‍্য, এমনকী রাজ‍্য ও দেশের বাইরে থেকেও পড়ুয়ারা আসেন পড়তে। কোনও পড়ুয়া যাতে কোনওভাবে বঞ্চিত না হয়, তাঁদের যাতায়াত, হস্টেল, করোনা প্রোটোকল মেনে এক্ষুনি ব‍্যবস্থা করা সম্ভব নয়। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই সেমেস্টার শেষ হতে। তাই তাঁদের অনলাইনে যেমন পঠন-পাঠন চলছে তা চালিয়ে যাওয়া হবে‌। যেসকল বিষয়ে প্র‍্যাকটিক‍্যাল রয়েছে তা পরের সেমেস্টারে ট্রান্সফার করে দেওয়া হবে।” অন‍্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কয়েকটি কলেজ স্নাতকোত্তরের প্র‍্যাকটিক‍্যাল ক্লাস চালু করে দিয়েছে। সেবিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, “দুই একটি বিষয়ে স্নাতকোত্তরের ক্লাস শুরু করেছে সেটি আমাদের নজরে এসেছে।” এর বাইরে আর কোনও মন্তব্য এদিন করতে চাননি শিক্ষামন্ত্রী। তবে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারে তিনি হস্তক্ষেপ করতে চান না সেবিষয়েও স্পষ্টভাবে জানান তিনি‌।

https://www.facebook.com/partha.chatterjee.31508076/videos/466091361233906