দেশ

রামের ভারতের চেয়ে রাবণের লঙ্কায় সস্তা পেট্রল, কেন্দ্রকে কটাক্ষ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

পেট্রল-ডিজেলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এমন পরিস্থিতিতে এই দুই পেট্রোপণ্যের উপরই সেস চাপাল কেন্দ্রীয় সরকার। যদিও তার প্রভাব খুচরো বিক্রির উপর পড়বে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্যের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন তাদেরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। নিজের টুইটার হ্যান্ডেল থেকে মঙ্গলবার সকালে একটি লেখা টুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী। তাতে লেখা, রামের ভারতে পেট্রলের মূল্য ৯৩ টাকা। সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় মাত্র ৫১ টাকায় প্রতি লিটার পেট্রল পাওয়া যায়। তার এই টুইটকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা।