কলকাতা

করোনা বিধি মেনেই ১২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

করোনা বিধি মেনেই ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে স্কুল চালু হবে।তবে সব শ্রেণীর নয়,নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের ক্লাস হবে।ইতিমধ্যেই তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ২৮পাতার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে প্রত্যেক জেলাশাসককে স্কুল শিক্ষা কমিশনারের পক্ষ থেকে এই বিষয়ে অবগত করা হয়েছে। কমিশনারের তরফে জেলাশাসকদের করোনা বিধি মেনে নিয়মিত স্কুল পরিচালনায় নজর দিতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া স্কুলে করোনা বিধি নিয়ন্ত্রণের জন্য একটি নির্দেশিকাও জারি করেছে স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলের নোটিশ বোর্ডে লাগাতে হবে মাস্ক পরা বাধ্যতামূলক শিক্ষকদের জন্য। অভিভাবকদের জানাতে হবে যদি তাদের ছাত্র বা ছাত্রী জ্বর থাকে বা কোন রকম শারীরিক গত সমস্যা থাকে তাহলে ন্যূনতম সাতদিন বাড়িতে বিশ্রামে রাখতে হবে।প্রত্যেকটি স্কুলে একটি নির্দিষ্ট করে আইসোলেশন রুমে রাখতে হবে। প্রত্যেকদিন স্যানিটাইজ করতে হবে। সোশ্যাল ডিসটেন্স বজায় থাকে তা বিশেষভাবে দেখতে হবে। কোনও ভিজিটর, অভিভাবক স্কুলের ভেতরে ঢুকবেন না। স্কুলে যখনই ছাত্রছাত্রীরা ঢুকবে হাত পরিষ্কার করতে হবে। একসঙ্গে জড়ো হয়ে কোন প্রার্থনা করা যাবে না তবে ক্লাসরুম ভিত্তিক প্রার্থনা করা যেতে পারে। অন্যের ব্যবহার করা বই,ব্যাগ, টিফিন যাতে  কোন ছাত্র-ছাত্রী স্পর্শ না করে তা দেখতে হবে।কোনও রকম খাবার, জল আদান-প্রদান একেবারেই নিষিদ্ধ। স্কুলের শৌচাগার থেকে শুরু করে সব জায়গায় গুলিকে স্যানিটাইজ করতে হবে। স্কুলে যখন ছাত্রছাত্রীরা ঢুকবেন তখন তাপমাত্রা পরীক্ষা করতে হবে। শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের বোঝাতে হবে যাতে সামাজিক দূরত্ব বিধি এবং হাত পরিষ্কার টা প্রয়োজনীয় বিষয়। আপাতত খেলাধুলা বা কোনো সামাজিক অনুষ্ঠান করা যাবে না। তবে কীভাবে করোনা বিধি মেনে চার শ্রেণির পঠন-পাঠনের দিন নির্ধারণ হবে, সেই বিষয়ে স্কুলগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে।