কলকাতা

তৃণমূলে যোগ দিলেন দীপঙ্কর দে, ভরত কল, লাভলি মিত্র ও রশিদ খানের মেয়ে শাওনা

কলকাতাঃ তৃণমূলে যোগ দিলেন প্রখ্যাত অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, লাভলি মিত্র ও সঙ্গীতশিল্পী রশিদ খানের মেয়ে শাওনা খান ৷ ব্রাত্য বসুর হাত ধরে শাসকদলে যোগ দিলেন তাঁরা৷ এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন এই তারকারা। এদিন টলিউডের এই তারকাদের যোগদানের সময় মন্ত্রী ব্রাত্য বসু, বলিউডের তারকাদের টুইট নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন। কৃষি আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকা রিহানা ও পরিবেশ কর্মী গ্রেটার টুইটের পর টুইট বিক্ষোভ শুরু করে বলিউডের তারকারা। কৃষকদের নয় কেন্দ্রের অলিখিত জারি করা ফরমানের নিরিখে একের পর এক টুইট করেন কঙ্গনা, করণ জোহর ও অক্ষয় কুমাররা। সেটি নিয়ে ব্রাত্য বসু জানান, ওই তারকারা বিক্রি হয়ে যাওয়ার মতো নন, তাহলে কি মুম্বই তে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে? নাকি মাথায় বন্দুক ঠেকিয়ে টুইট লেখানো হচ্ছে। ব্রাত্য বসু এই টুইট প্রসঙ্গে অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার আতঙ্ক’-এর কথাও জানিয়েছেন। কঙ্কনা জানিয়েছেন, ‘ভয়’-এই ‘ঐক্যবদ্ধ’ হয়েছেন ভারতীয় তারকারা। এমনটাই মত অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার। তাঁর মতে, হঠাত্‍ ‘জেগে ওঠা’ একতা বোধ নয়, বরং ভয় থেকেই বিভিন্ন জগতের তারকারা টুইট করেছেন। তৃণমূলে যোগ দিয়ে অভিনেতা দীপঙ্কর দে জানালেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা, দায়বদ্ধতা থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। বেইমানি করতে পারবেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপঙ্কর দে জানান, ”আমি বহুদিন ধরেই তৃণমূলের সপক্ষে রয়েছি। তবে শারীরিক কারণে সবজায়গায় যেতে পারিনা। আমার তৃণমূলের প্রতি এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, দায়বদ্ধতা রয়েছে। উনি আমাকে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণের মত সম্মানে সম্মানিত করেছিলেন। এটা আমার জীবনে বড় বিষয়। আমি যখন পরপর দুবার অসুস্থ হয়ে হাসপাতালে গেলাম, উনি খবর পেয়ে অরূপ বিশ্বাসকে পাঠালেন। আমার চিকিৎসার যাবতীয় খরচাপাতি সরকার বহন করেছে। তাই বেইমানি করতে পারব না। আমি তৃণমূলের সঙ্গেই থাকব।”