পুলিসে বড় রদবদল। বদলি হচ্ছেন কলকাতার পুলিস কমিশনার। অনুজ শর্মার জায়গায় আসছেন সৌমেন মিত্র। বারাকপুর, হাওড়া ও বিধাননগর কমিশনারেটে পুলিস কমিশনার পদে বদল হতে চলেছে বলে খবর। সূত্রের খবর, অনুজ শর্মা হচ্ছেন সিআইডি এডিজি। এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে আনা হচ্ছে জাভেদ শামিমকে। বারাকপুরে আনা হচ্ছে অজয় নন্দা। হাওড়ায় সি সুধাকর ও বিধাননগরে সুপ্রতিম সরকার আসছেন। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর জায়গায় আসছেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার সৌমেন মিত্র । ১৯৬১ সালে জন্ম । জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে তিনি পড়াশোনা শুরু করেন । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক হন । এরপর জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে বি.এ, এম.এ এবং এমফিল সম্পন্ন করেন । ইতিহাসের গ্রাজুয়েশনের পরই তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন । এরপর 1988 সাল থেকে প্রথম পশ্চিমবঙ্গ ক্যাডারে নিযুক্ত হন এই দাপুটে সৎ নির্ভীক আইপিএস সৌমেন মিত্র । তাঁর চাকরিজীবন শুরু দার্জিলিং জেলা প্রশাসক হিসাবে । এরপর দার্জিলিঙে অ্যাসিস্ট্যান্ট কমিশনার , ব্যারাকপুরে সাব ডিভিশনাল অফিসার হিসাবে কাজ করেন । এরপর একে একে মুর্শিদাবাদের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ,আসানসোলের অতিরিক্ত পুলিশ সুপার, কলকাতায় গোয়েন্দাবিভাগে কাজ করেন । এরপর তিনি মুর্শিদাবাদ জেলার প্রথম পুলিশ সুপার হন । হাওড়া জেলা পুলিশ, মুর্শিদাবাদ জেলা এবং কলকাতা পুলিশ, সিআইডি-তে দীর্ঘকাল ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।