কলকাতা

মহেশতলায় শোভন-বৈশাখীর রোড শো চলাকালীন ঝাঁটা-জুতো-কালো পতাকা হাতে স্থানীয়দের বিক্ষোভ

শোভন-বৈশাখীর রোড শোকে কেন্দ্র করে মহেশতলায় তুমুল অশান্তি। মাঝপথেই বিজেপি নেতা-কর্মীদের বাইক মিছিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় এলাকাবাসী শোভন-বৈশাখী-সহ অন্যান্য মিছিলকারীদের ঝাঁটা, জুতো দেখায় বলেও দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় পুলিশকেও।