খেলা

ওড়িশা এফসির বিরুদ্ধে ৪-১ গোলে জয়ী মোহনবাগান

আইএসএলে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ৪-১ গোলে জয়ী হয় মোহনবাগান। মোহনবাগানের হয়ে জোড়া গোল মনভীর সিং, রয় কৃষ্ণার।ম‍্যাচের এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। ম‍্যাচের ১১ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন মনভীর সিং। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ওড়িশা এফসি। প্রথমার্ধে শেষ মুহূর্তে ওড়িশর হয়ে সমতা ফেরান আলেক্সেন্ডার। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৫৪ মিনিটে বাগানকে ২-১ গোলে এগিয়ে দেন মনভীর। এরপর ম‍্যাচে একেরপর এক আক্রমণ চালাতে থাকে বাগান ব্রিগেড। ম‍্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেনি রয় কৃষ্ণা। পেনাল্টি থেকে গোল করে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি। এরঠিক ৩ মিনিটের ব‍্যবধানে দুরন্ত গোল করে হাবাসের দলকে ৪-১ গোলে এগিয়ে দেন কৃষ্ণা। এই জয়ের ফলে ১৫ ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান।