জেলা

নিজের গড়ে পা রাখতেই বিক্ষোভের মুখে রাজীব, দেখানো হল কালো পতাকা, বিজেপি-র সভা ঘিরে উত্তেজনা ডোমজুড়ে

বিজেপি-তে যোগদানের পর প্রথম বার ডোমজুড়ে অর্থাৎ নিজের গড়ে পা রেখেই বিক্ষোভের মুখে পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কালো পতাকা দেখানো হল তাঁকে। ‘বিশ্বাসঘাতক-মিরজাফর’ বলে স্লোগানও তোলা হল। তার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। তবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তৃণমূলে থাকাকালীন এই ডোমজুড়েরই বিধায়ক ছিলেন রাজীব। সম্প্রতি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। তার পর শনিবার ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দিতে ডোমজুড়ে পা রাখেন। তার আগে অভয়নগর থেকে পঞ্চাননতলা পর্যন্ত দলীয় সমর্থকদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। কিন্তু সেখানে পা রাখতেই তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। রাজীব আসার আগে থেকেই তাঁর নামে কালো পতাকায় ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। একাধিক জায়গায় তাঁর ছবিতে জুতোর মালা পরানো হয়। এমনকি নানা পোস্টারও চোখে পড়ে। তাতে কোথাও লেখা ছিল, ‘বিশ্বাসঘাতক,’ কোথাও ‘ভাগ গদ্দার ভাগ’, কোথাও আবার ‘ভাগ মীরজাফর ভাগ’।