দেশ

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ বহু

উত্তরাখন্ডের চামোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধসের জেরে এখনও অবধি ১০ জনের  মৃতদেহ উদ্ধার করা হয়েছে । নিখোঁজ ১৫০ জন।  রবিবার সকালে জোশীমঠের কাছে তুষারধসের জেরে জলস্তর বেড়ে যায় ধৌলিগঙ্গার। তীব্র জলোচ্ছ্বাসে বাড়তে  থাকে একের পর এক গ্রাম। ভেঙে যায় সেতুও। উত্তরাখন্ডের মুখ্যসচিব জানিয়ছেন  আটকে পড়া তপোবন জলবিদ্যুৎ  প্রকল্পের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন।  এই তথ্য অনুসারে বাড়তে পারে আহত ও মৃতের সংখ্যা।  ঘটনাস্থলে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ২০০ জনের উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় জারি হয়েছে লাল সতর্কতা। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রবিবার দুপুরে ধস বিপর্যস্ত এলাকার যাবতীয় খবর পাওয়ার জন্য হেল্প লাইন নম্বরও প্রকাশ করেছেন। ঘটনাস্থলে কেউ আটকে পড়ে থাকলে তাঁদের  ১০৭০  বা  ৯৫৫৭৪৪৪৪৮৬ নম্বরে যোগাযোগের কথা বলেছেন।